সিভিল এভিয়েশন স্কুল এন্ড কলেজ,কুর্মিটোলা

সিভিল এভিয়েশন স্কুল এন্ড কলেজ,কুর্মিটোলা

কাওলা ফুটব্রিজ সংক্রান্ত জরুরি ঘোষণা

এতদ্বারা সিভিল এভিয়েশন স্কুল এন্ড কলেজের সকল ছাত্র- ছাত্রীর অবগতির জন্য জানানো যাচ্ছে যে, কাওলা ফুট ওভারব্রিজ ভেঙ্গে ফেলার কারনে অনেকের প্রতিষ্ঠানে আসতে অসুবিধা হচ্ছে, এই বিষয়টি উপলব্ধি করে সম্মানিত অধ্যক্ষ স্যার সবাইকে কলেজের বাস ব্যবহারের অনুমতি প্রদান করেছেন। আগামী ০৭/০৯/২৩ বৃহস্পতিবার থেকে কুড়িল বিশ্বরোড, খিলক্ষেত,লা মেরিডিয়ান এবং এয়ারপোর্টের পশ্চিম পাশের রাস্তা থেকে ছাত্র-ছাত্রীরা কলেজের বাসে উঠতে পারবে(শুধুমাত্র মর্নিং শিফটের জন্য প্রযোজ্য)। অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়িয়ে যাবার জন্য সবাইকে সচেতন হতে অনুরোধ করা হচ্ছে।

নির্দেশনায়
অধ্যক্ষ
সিভিল এভিয়েশন স্কুল এন্ড কলেজ, কুর্মিটোলা।

Solverwp- WordPress Theme and Plugin