সকল রুটের বাস আগামীকাল ১০/১০/২৩ ইং রোজ মঙ্গলবার সকাল ৬.০০ তে নির্দিষ্ট স্টপেজ থেকে ছেড়ে আসবে,ড্রাইভারদের নাম্বার অপরিবর্তিত আছে,মিরপুর -শ্যামলী ও রামপুরা রুটের অভিভাবকদের বাস ব্যবহার না করতে অনুরোধ করা হচ্ছে, কারন অনেক ছাত্র-ছাত্রীকে অভিভাবকদের কারনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। রামপুরা রুটের ছাত্র-ছাত্রীদের পরিবহন ফি পরিশোধ এর রশিদ দেখিয়ে অবশ্যই আগামীকাল ১০/১০/২৩ তারিখে বাস কার্ড সংগ্রহ করতে হবে, যাদের পরিবহন ফি রশিদ ড্রেস নেয়ার সময় জমা নেয়া হয়েছে তারা ভর্তি রশিদ অবশ্যই সাথে আনবে।আগামী কাল বাস কার্ড সংগ্রহ না করলে বাস ব্যবহার করতে পারবে না। এই রুটের দ্বাদশ শ্রেণির স্টুডেন্টরাও নতুন করে পরিবহন ফর্ম পুরন করে জমা দেবে,পরিবহনের শৃঙ্খলা আনায়নের জন্য সকলের সহযোগিতা একান্ত ভাবে কাম্য।(১)শ্যামলী-মিরপুর রুট: মফিজুল ড্রাইভার 01 781495199 (২),রামপুরা -বাড্ডা রুট :কামাল ড্রাইভার -01610687281, (3)কারওয়ান বাজার -ফার্মগেট রুট-ড্রাইভার রশিদ -01670541516,
৪)টঙ্গী – কলেজগেট রুট-ড্রাইভার রবিন-01972606520
বি:দ্র:মেয়েরা গাড়ির বাম পাশে – ছেলেরা গাড়ির ডান পাশের সিটগুলোতে বসবে, কোনো অবস্হাতেই একসাথে বসতে পারবে না।