ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্য সেন বিতর্ক ধারা কর্তৃক আয়োজিত ‘ *দ্বাদশ সূর্য সেন স্মারক বিতর্ক উৎসব -এ আন্তঃস্কুল সংসদীয় বিতর্ক প্রতিযোগিতায় *চ্যাম্পিয়ন* হওয়ার গৌরব অর্জন করেছে সিভিল এভিয়েশন স্কুল এন্ড কলেজ, কুর্মিটোলা।প্রতিযোগিতায় স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের ৬৪ টি বিতর্ক দল এবং দুই শতাধিক বিতার্কিক অংশগ্রহণ করে।
সংসদীয় রীতিতে অনুষ্ঠিত এ বিতর্কে ৪-১ ব্যালটের ব্যবধানে প্রতিপক্ষ ধানমন্ডি গভর্নমেন্ট বয়েজ হাই স্কুলকে পরাজিত করে জয়লাভ করে সিভিল এভিয়েশন স্কুল এন্ড কলেজ, কুর্মিটোলা। বিজয়ী দলের বিতার্কিকরা হচ্ছেন এস. এম. নাজমুস সাকিব, তানজুমা তাবাসসুম ও আল ফোরকান খাঁন।
সিভিল এভিয়েশন স্কুল এন্ড কলেজের পক্ষ হতে সকল বিতার্কিকদের জানাই প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা।