সিভিল এভিয়েশন স্কুল এন্ড কলেজ,কুর্মিটোলা

সিভিল এভিয়েশন স্কুল এন্ড কলেজ,কুর্মিটোলা

১৬ই অক্টোবর ২০২৩ ইং তারিখের জন্য বাস সংক্রান্ত নোটিশ

আগামিকাল ১৬/১০/২৩ সকাল ৬ টায় সকল রুটের বাস ছেড়ে আসবে। রামপুরা রুটের স্টপেজের আনুমানিক
রামপুরা:6.00
মেরুল:6:00
বাড্ডা-6:05
লিংক রোড-6:10
উত্তর বাড্ডা-6:15
বাঁশতলা -6:20
বসুন্ধরা -6:25
কুড়িল বাসস্ট্যান্ড -6:27
মেরিডিয়ান হোটেল -6:35 (এই সময়গুলো অনুমানের উপড় ভিত্তি করে নেয়া অবশ্যই কোনো ঐশী বানী নয়।)
মিরপুর ১০ নম্বর মেট্রোরেল স্টেশনের নিচে থেকে যে সকল ছাত্র ছাত্রী গাড়িতে আসো তারা ১০ নম্বর গোলচত্বর থেকে ফায়ার সার্ভিস এর উল্টোদিকে দাঁড়ানোর জন্য নির্দেশনা দেয়া হলো কারন গাড়ি ২ নম্বর হয়ে ১১ দিয়ে বের হবে। অবশ্যই পরিবহন কার্ড সংগ্রহ করতে হবে, কোনো অবস্থাতেই পরিবহন কার্ড ছাড়া যাতায়াতের অনুমতি প্রদান করা হবে না।
(১)শ্যামলী-মিরপুর রুট: মফিজুল ড্রাইভার 01 781495199 (২),রামপুরা -বাড্ডা রুট :কামাল ড্রাইভার -01610687281, (3)কারওয়ান বাজার -ফার্মগেট রুট-ড্রাইভার রশিদ -01670541516,
৪)টঙ্গী – কলেজগেট রুট-ড্রাইভার রবিন-01972606520
বি:দ্র: মেয়েরা গাড়ির বাম পাশে – ছেলেরা গাড়ির ডান পাশের সিটগুলোতে বসবে, কোনো অবস্হাতেই একসাথে বসতে পারবে না।

Leave a Reply

Solverwp- WordPress Theme and Plugin