এতদ্বারা সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামীকাল (২১/১০/২০২৩) বিতর্ক কর্মশালা ও আন্তঃহাউজ বিতর্কের ফাইনাল উপলক্ষে মিরপুর ও বাড্ডা রুটের বাস সকাল ৭:৩০ ঘটিকায় নির্দিষ্ট স্টপেজ থেকে ছেড়ে আসবে। স্কুল ও কলেজের যেসকল শিক্ষার্থী বিতর্ক প্রতিযোগিতায় অংশ নেবে অথবা দেখার জন্য আগ্রহী তারা সকলেই আসতে পারবে। খিলক্ষেত থেকে উঠতে চাইলেও ড্রাইভারের সাথে যোগাযোগ করে যে কেউ আসতে পারবে।
মিরপুর ১-২-১০-১২-ইসিবি রুট: ড্রাইভার মফিজুল 01781495199
রামপুরা-বাড্ডা রুট: ড্রাইভার কামাল 01610687281