সিভিল এভিয়েশন স্কুল এন্ড কলেজ,কুর্মিটোলা

সিভিল এভিয়েশন স্কুল এন্ড কলেজ,কুর্মিটোলা

নবাগত শিক্ষকবরণ ও অভ্যর্থনা-২০২৩

রোদের ঝলকিত আলোয় কেটে গেছে যখন শিশিরের স্নিগ্ধতা, শীতের সেই ক্লান্ত বিকেলে হাজার বছরের অপেক্ষা ঘুঁচিয়ে নতুন বিজয়ের দীপ্ত শপথ নিয়ে, এসেছো তোমরা আমাদের আঙিনায়।
হৃদয়ের গভীর থেকে সিভিল এভিয়েশন প্রাঙ্গণে জানাই তোমাদের শুভেচ্ছা ও অভিনন্দন।
সিভিল এভিয়েশন স্কুল এন্ড কলেজ কর্তৃক আয়োজিত আজকের “নবাগত শিক্ষকবরণ ও অভ্যর্থনা-২০২৩” এর কিছু স্থিরচিত্র।

Leave a Reply

Solverwp- WordPress Theme and Plugin