ঢাকার সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলে পুষ্টি-প্রথম আলো আয়োজিত জাতীয় বিতর্ক উৎসব ২০২৩ -এর চূড়ান্ত পর্বটি আজ অনুষ্ঠিত হয়েছে৷ যেখানে ৪০ টি আঞ্চলিক চ্যাম্পিয়ন দলের মধ্যে সিভিল এভিয়েশন স্কুল এন্ড কলেজ, কুর্মিটোলার বিতর্ক দল রানার আপ হওয়ার গৌরব অর্জন করেছে। একই সাথে বারোয়ারি বিতর্ক প্রতিযোগিতায় সারাদেশ থেকে আগত আঞ্চলিক পর্যায়ের চ্যাম্পিয়নদের মধ্যে দশম স্থান অর্জন করেছে এ প্রতিষ্ঠানের দশম শ্রেণির শিক্ষার্থী তানজুমা তাবাসসুম।সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।