আজ (৫ ফেব্রুয়ারি) জাতীয় গ্রন্থাগার দিবস।
দেশের জনগণের এবং ছাত্র-ছাত্রীদের মধ্যে পাঠাভ্যাস সৃষ্টি এবং বৃদ্ধির পাশাপাশি সরকারি-বেসরকারি গ্রন্থাগারগুলোর কার্যক্রম আরও গতিশীল করতে ২০১৭ সালের ৩০ অক্টোবর মন্ত্রিসভা বৈঠকে প্রতি বছর ৫ ফেব্রুয়ারি জাতীয় গ্রন্থাগার দিবস পালনের সিদ্ধান্ত হয়। এরপর থেকে দেশব্যাপী দিবসটি ২০১৮ সাল থেকে পালিত হয়ে আসছে।
দিবসটির এবারের প্রতিপাদ্য বিষয় ‘গ্রন্থাগারে বই পড়ি, স্মার্ট বাংলাদেশ গড়ি’।