যেতে আমি দিব না তোমায়!”
তবুও সময় হল শেষ, তবু হায়
যেতে দিতে হল।
এসএসসি -২০২৪ এর শিক্ষার্থীদের সামনের দিকে এগিয়ে অমৃত সম্ভাবনা মেলে ধরতে এবং আগামীর পথ রচনাকে পুষ্পশোভিত করে তুলতে সিভিল এভিয়েশন স্কুল এন্ড কলেজ, কুর্মিটোলা বিদায় সংবর্ধনা আয়োজন করে।এ সময় পরীক্ষাকালীন করণীয় বিষয় সম্পর্কে অবগত করে শুভেচ্ছা জানান অধ্যক্ষ মহোদয় উইং কমান্ডার মোঃ মনিরুজ্জামান, পিএসসি। এ আয়োজনের কিছু স্থিরচিত্র…..