মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৪ উদ্যাপন উপলক্ষ্যে শিশুদের জন্য আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে নিম্নোক্ত লিংকের মাধ্যমে ফরমটি পূরণ করে সাবমিট করুন।
চিত্রাঙ্কন প্রতিযোগিতার জন্য দল ও বিষয় বিভাজন:
১) ‘ক’ দল – প্রাক-প্রাথমিক শ্রেণি থেকে দ্বিতীয় শ্রেণি ,
★চিত্রাঙ্কনের বিষয় : উন্মুক্ত
২) ‘খ’ দল – তৃতীয় শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি,
★চিত্রাঙ্কনের বিষয় : “আমার সোনার বাংলা”
৩) ‘গ’ দল-ষষ্ঠ শ্রেণি থেকে অষ্টম শ্রেণি’
★চিত্রাঙ্কনের বিষয় : “ভাষা আন্দোলন”
৪) ‘ঘ’ দল – নবম শ্রেণি থেকে দশম শ্রেণি,
★চিত্রাঙ্কনের বিষয় : “আন্তর্জাতিক মাতৃভাষা দিবস”
উল্লেখ্য যে, চিত্রাঙ্কনে অংশগ্রহণকারীদের জন্য ইনস্টিটিউটের পক্ষ থেকে কেবল আর্টপেপার সরবরাহ করা হবে। প্রতিযোগীদের প্রয়োজনীয় অন্যান্য অঙ্কন সরঞ্জামাদিসহ উপস্থিত থাকতে হবে।
অনুষ্ঠানের সময়সূচি:
সকাল ৮:৩০ টা: আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আগমন
সকাল ৮:৩০ থেকে ৯:০০ টা: ভেন্যুতে উপস্থিতি ও নির্ধারিত আসন বিন্যাস অনুসারে অবস্থান গ্রহণ
সকাল ৯:০০ থেকে ৯:৩০ টা: মন্ত্রী মহোদয়ের আগমন ও উদ্বোধনী পর্ব
সকাল ৯:৩০ থেকে ১১:০০ টা: প্রতিযোগীদের অঙ্কন পর্ব
বেলা ১১:০০ থেকে ১২:৩০ টা: বিচারক ও আপ্যায়ন পর্ব
বেলা ১২:৩০ থেকে ১:৩০ টা: ফলাফল ঘোষণা এবং পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান