যুক্তির আলোয় আলোকিত মানুষ গড়ার প্রত্যয়ে সিভিল এভিয়েশন স্কুল এন্ড কলেজ, কুর্মিটোলা আয়োজন করে ‘আন্তঃহাউজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৪’। বাংলা ও ইংরেজি উভয় ভাষায় অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় স্কুল ও কলেজ পর্যায়ের ৮৫ জন বিতার্কিক অংশগ্রহণ করে। আজকে বিতর্ক প্রতিযোগিতার ফাইনাল বিতর্ক, পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান আয়োজিত হয়। অনুষ্ঠানের সভাপতি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ উইং কমান্ডার মোঃ মনিরুজ্জামান, পিএসসি। ফাইনাল বিতর্কে মডারেটর হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের প্রভাষক জনাব মোঃ তানভীর হাবীব জুয়েল।