বই অগোচরেই অজানাকে জানায়, শেখায় নতুন কিছু। পাঠের অভ্যাস মানুষের মেধা-মনন, স্মৃতিশক্তি, যোগাযোগে দক্ষতা বাড়ায়; সৃজনশীল, পরিশীলিত ও মানবীয় গুণে গুণান্বিত হয়ে গড়ে উঠতে ভূমিকা রাখে। বই পড়ার পাশাপাশি মুক্তিযুদ্ধ পাঠ শিক্ষার্থীদের জীবনে অতিশয় গুরুত্বপূর্ণ একটি বিষয়। দেশি-বিদেশি অনেক লেখক, সাংবাদিক, গবেষক, বুদ্ধিজীবী এবং মুক্তিযুদ্ধের সঙ্গে প্রত্যক্ষ-পরোক্ষভাবে জড়িত মানুষজন তাদের লেখনীর মাধ্যমে আমাদের মহান মুক্তিযুদ্ধের প্রকৃত চিত্র ফুটিয়ে তুলেছেন। রচিত হয়েছে অসংখ্য মুক্তিযুদ্ধভিত্তিক বই। সেই বইগুলোকে শিক্ষক-শিক্ষার্থী কিংবা পাঠকদের মাঝে পৌঁছে দেবার মত মহৎ কাজটি করছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।
তারই ধারাবাহিকতায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সিভিল অ্যাভিয়েশন স্কুল এন্ড কলেজ’কে ২০০ টি মূল্যবান বই প্রদান করেছে।
সিভিল এভিয়েশন স্কুল এন্ড কলেজ, কুর্মিটোলা’র পক্ষ থেকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়’কে বিশেষভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা।