“The two hardest things to say in life is hello for the first time and goodbye for the last.”
– Moira Rogers
বিদায় বড় বেদনার,বিদায় বড় কষ্টের।তবুও সৃষ্টির অমোঘ নিয়মে বিদায় শব্দের শাসন মেনে নিয়েই সিভিল এভিয়েশন স্কুল এন্ড কলেজ, কুর্মিটোলা সহকারী শিক্ষক সাদিয়া সুলতানার বিদায় অনুষ্ঠানের আয়োজন করে।উচ্চ শিক্ষা গ্রহণ ও বিবাহিত জীবনের জন্য সুদূর ইংল্যান্ডে পাড়ি জমানোর নিমিত্তেই আজ তার এই বিদায়। এ সময় অধ্যক্ষ মহোদয় ও সহকর্মীবৃন্দ তার সাফল্যময় ভবিষ্যৎ ও সুস্থতার জন্য দোয়া করে।স্মৃতিময় এই মুহূর্তের কিছু স্থিরচিত্র…




