প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে পারস্পারিক যোগাযোগ,একতা,সৌহার্দ্য,ভ্রাতৃত্ববোধ স্থাপন ও প্রতিষ্ঠানের গুণগত মান বৃদ্ধির জন্যে সিভিল এভিয়েশন স্কুল এন্ড কলেজ, কুর্মিটোলা প্রাক্তন শিক্ষার্থীদের জন্য ‘অ্যালামনাই এসোসিয়েশন ‘ গঠনের প্রস্তাব করছে।এ বিদ্যাপীঠের অবিচ্ছেদ্য অংশ হিসেবে প্রাক্তন শিক্ষার্থীরা শিক্ষার গুণগত মান বৃদ্ধির নিমিত্তে কর্তৃপক্ষকে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা ও প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নে কার্যকরী ভূমিকায় অবতীর্ণ হবার জন্যই মহতী এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।এ উদ্যোগকে বাস্তবায়ন করতে আগ্রহী প্রাক্তন শিক্ষার্থীদেরকে অধ্যক্ষ মহোদয়ের সাথে যোগাযোগের জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে।