সিভিল এভিয়েশন স্কুল এন্ড কলেজ,কুর্মিটোলা

সিভিল এভিয়েশন স্কুল এন্ড কলেজ,কুর্মিটোলা

কেমিস্ট্রি অলিম্পিয়াডে এবং সাধারণ বিজ্ঞান প্রতিযোগিতায় সিভিল এভিয়েশন স্কুল এন্ড কলেজ,কুর্মিটোলার সাফল্য

দুই দিন ব্যাপী (২- ৩ অক্টোবর) রাজউক উত্তরা মডেল কলেজ এ অনুষ্ঠিত Rajuk National SciSpark 3.0 এ হায়ার সেকেন্ডারি পর্যায়ে কেমিস্ট্রি অলিম্পিয়াডে ৩য় স্থান অধিকার করেছে সিভিল এভিয়েশন স্কুল এন্ড কলেজ,কুর্মিটোলার দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছাফওয়ান বেপারী এবং সাধারণ বিজ্ঞান (গ্রুপ) প্রতিযোগিতায় ৩য় স্থান অধিকার করেছে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী সাজেদুর রহমান ফিয়াদ, মোহাম্মাদ রুম্মান ও ছাফওয়ান বেপারীর দল।
সকলকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।

Leave a Reply

Solverwp- WordPress Theme and Plugin