নটরডেম ইউনিভার্সিটি বাংলাদেশ কর্তৃক আজ (০২/১২/২৪) *মাইক্রোবায়োলজি অলিম্পিয়াড-২০২৪* অনুষ্ঠিত হয়। এ আয়োজনের মিনি প্রেজেন্টেশন প্রতিযোগিতার তিনটি বিভাগে অংশগ্রহণ করা ৫৬টি কলেজ এর মধ্যে সিভিল এভিয়েশন স্কুল এন্ড কলেজ, কুর্মিটোলার দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী *মো: উমর হোসেন* ফুড মাইক্রোবায়োলজি বিভাগে *প্রথম স্থান* এবং আরেক শিক্ষার্থী *মো: রায়হান চৌধুরী* মেডিকেল মাইক্রোবায়োলজি বিভাগে *প্রথম স্থান* অধিকারের গৌরব অর্জন করেছে। তাদের এ কৃতিত্বপূর্ণ জয়ের জন্য সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।