শহীদ সার্জেন্ট জহুরুল হক স্মারক কুইজ প্রতিযোগিতা ২০২৫ এ জুলাই বিপ্লব সেগমেন্টে ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিকেল কলেজসহ দেশের বিভিন্ন পাবলিক এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয় এবং স্বনামধন্য স্কুল-কলেজের প্রায় বার শত প্রতিযোগীকে পেছনে ফেলে সিভিল এভিয়েশন স্কুল এন্ড কলেজ কুর্মিটোলার দশম শ্রেণীর শিক্ষার্থী মোঃ নাঈম আশরাফ পঞ্চম স্থান অধিকার করেছে। উল্লেখ্য যে, পুরস্কারপ্রাপ্তদের মধ্যে সিভিল এভিয়েশন স্কুল এন্ড কলেজ, কুর্মিটোলার মোঃ নাঈম আশরাফ একমাত্র স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী বাকী সবাই বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজের শিক্ষার্থী।
★ এছাড়াও অংশগ্রহণকারী পাঁচজন শিক্ষার্থীর সকলেই সম্মানজনক স্বীকৃতি অর্জন করেছে।


