সিভিল এভিয়েশন স্কুল এন্ড কলেজ,কুর্মিটোলা

সিভিল এভিয়েশন স্কুল এন্ড কলেজ,কুর্মিটোলা

Message from Chairman

 

বিসমিল্লাহির রহমানির রহিম। শিক্ষা হলো সভ্যতার রূপায়ন। শিক্ষা মানুষে মানুষে সম্প্রীতি বাড়ায় এবং সংস্কৃতি ও সভ্যতাকে করে সমৃদ্ধ। শিক্ষা কুসংস্কার দূর করে মানুষের মাঝে জ্ঞানের আলো ছড়িয়ে দেয় । তাই ‘শিক্ষাই আলো জ্ঞানই শক্তি’ এই মূলমন্ত্রকে ধারণ করে সিভিল এভিয়েশন স্কুল এন্ড কলেজ, কুর্মিটোলা প্রতিষ্ঠালগ্ন থেকেই তার শিক্ষা কার্যক্রম অব্যাহত রেখেছে। সময়ের প্রয়োজন ও যুগের চাহিদা অনুযায়ী বর্তমান শিক্ষা ব্যবস্থায় যে যুগান্তকারী পরিবর্তন সাধিত হয়েছে তার সাথে সমন্বয় রেখে প্রতিষ্ঠানটি নিজেকে আধুনিকায়নের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে ক্রমাগত। 

প্রকৃত শিক্ষাদানের মাধ্যমে একজন শিক্ষার্থীকে যোগ্যতাসম্পন্ন আদর্শ সুনাগরিক হিসেবে গড়ে তোলাই এ প্রতিষ্ঠানের মূল লক্ষ্য। এই যন্ত্রসভ্যতার যুগে আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে চলার জন্য যুগোপযোগী মানসম্মত শিক্ষাব্যবস্থার পাশাপাশি কারিগরি কর্মজ্ঞান অপরিহার্য হয়ে উঠেছে। প্রতিটি মানুষের মধ্যে প্রোথিত রয়েছে অমিত সম্ভাবনার বীজ। উপযুক্ত আলো-বাতাস মাটি-পানিতে যেমন বীজের অঙ্কুরোদগম হয়, তেমনি সঠিক শিক্ষা পরিবেশ নিশ্চিত করলে প্রতিটি শিশুর মাঝে নিহিত সুপ্ত প্রতিভার সম্ভাবনাময় বিকাশ ঘটে। এই সত্যকে উপলব্ধি করেই এ প্রতিষ্ঠানটি সাধারণ শিক্ষার পাশাপাশি বিভিন্ন সহশিক্ষামূলক কার্যক্রম, ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধকরণের মাধ্যমে তাদের মেধা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। 

বর্তমান প্রযুক্তিনির্ভর বিশ্বে শিক্ষাক্ষেত্রে উন্নত প্রযুক্তির প্রয়োগ নিঃসন্দেহে শিক্ষাক্ষেত্রকে গতিশীল ও বেগবান করে তুলেছে। প্রতিযোগিতার এই যুগে শিক্ষার্থীদের আরোও চৌকস এবং দক্ষ মানবসম্পদে রূপান্তরিত করতে এই প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ তাঁদের মেধা, শ্রম ও সময় দিয়ে প্রতিষ্ঠানটিকে আজ অনন্য উচ্চতায় নিয়ে গেছে। সফলতার স্বর্ণচূড়ায় আরোহনের এ দুর্বার যাত্রা অব্যাহত থাকুক এই প্রত্যাশা রাখি। 

আমার বিশ্বাস প্রতিষ্ঠানটি ভবিষ্যতে জ্ঞান-বিজ্ঞানে পরিপূর্ণ একটি শ্রেষ্ঠ আধুনিক শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করবে। শিক্ষার্থীরা সঠিক জ্ঞান অর্জনের মাধ্যমে আলোকিত মানুষ হয়ে দেশ ও জনগণের সেবা করবে বলে আমার প্রত্যাশা। প্রতিষ্ঠানের অধ্যক্ষসহ সকল শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীদের জানাই আন্তরিক শুভকামনা।

 

এয়ার ভাইস মার্শাল মোঃ মঞ্জুর কবীর ভূঁইয়া, ওএসপি, বিইউপি,এনডিসি, এনএসডব্লিউ, এএফডব্লিউসি, জিডি(পি)

চেয়ারম্যান, বাংলাদেশ বিমান চলাচল কর্তৃপক্ষ

                                                                        

 

 

 

Solverwp- WordPress Theme and Plugin