সিভিল এভিয়েশন স্কুল এন্ড কলেজ, কুর্মিটোলা বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ কর্তৃক পরিচালিত একটি স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি ১৯৭৮ খ্রিস্টাব্দে ঢাকার অদূরে কুর্মিটোলার কাওলারে প্রতিষ্ঠিত হয়। তারপর থেকে অদ্যাবধি অধ্যক্ষ, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের নিরন্তর প্রচেষ্টায় প্রতিষ্ঠানটি ক্রমাগত সাফল্য লাভ করে। এরই ধারাবাহিকতায় ২০২২ সালে ইংরেজি মাধ্যম চালু হয়। এছাড়াও ২০২২-২০২৩ শিক্ষাবর্ষ থেকে কলেজ শাখার একাডেমিক কার্যক্রম শুরু হয়েছে। স্বল্প সময়ের ব্যাবধানে ইতোমধ্যে এ প্রতিষ্ঠানটি ঈর্ষনীয় সাফল্য অর্জনের মাধ্যমে দেশব্যাপী সুনাম কুঁড়িয়েছে। সফলতার ধারাবাহিকতায় প্রতিষ্ঠানটি এখন একাডেমিক শ্রেষ্ঠত্বের পরিচায়ক হয়ে উঠেছে।
প্রতিষ্ঠালগ্ন থেকে এ প্রতিষ্ঠানের লক্ষ্য ও উদ্দেশ্য মানসম্মত পরিবেশে আদর্শ শিক্ষার ছোঁয়া নিশ্চিতকরণ এবং শিক্ষার্থীদের প্রতিভা বিকাশের উপযুক্ত সুযোগ সৃষ্টি করা। শিক্ষাপ্রতিষ্ঠান দক্ষ মানবসম্পদ তৈরীর সূতিকাগার। তাই আগামীর বাংলাদেশ গঠনে আমরা আদর্শ ও উন্নত শিক্ষার প্রসার ঘটিয়ে সম্ভাবনাময়, বিনয়ী, মানবিক, কর্তব্যপরায়ণ এবং জ্ঞান অন্বেষণকারী শিক্ষার্থী তৈরি করতে বদ্ধপরিকর।
আজকের কুঁড়ি আগামীর সম্ভাবনাময় ফুল হয়ে ফুটবে। সুপ্ত প্রতিভাবান কুঁড়িসদৃশ কোমল শিক্ষার্থীদের সঠিক পরিচর্যায় শিক্ষা, জ্ঞান-বিজ্ঞান, সংস্কৃতি, মূল্যবোধ চর্চার পাশাপাশি যেটা সবথেকে গুরুত্বপূর্ণ তা হলো শৃঙ্খলাবোধ। কেননা শৃঙ্খলাই পারে সবকিছুকে নিয়মের সুতায় বেঁধে রাখতে। শৃঙ্খলা ও নিয়মানুবর্তীতার সাথে সুশিক্ষা নিশ্চিতকরণে শিক্ষার্থীদের চাহিদা ও প্রয়োজন অনুযায়ী পাঠদান কার্যক্রম পরিচালনার জন্য আমাদের রয়েছে অভিজ্ঞতাসম্পন্ন মেধাবী শিক্ষকমণ্ডলী যাঁরা স্বীয় মেধা, শ্রম, অভিজ্ঞতা ও সৃজনশীলতার আলোকে ছাত্র-ছাত্রীর মেধা ও মননশীলতার বিকাশে সর্বদা ব্রত। এছাড়া আমাদের রয়েছে বিস্তৃত ক্যাম্পাস, সবুজ খেলার মাঠ, মানসম্মত শ্রেণিকক্ষ, শীতাতপ নিয়ন্ত্রিত গ্রন্থাগার, বিজ্ঞানাগার, কম্পিউটার ল্যাব, শিশুপার্ক। সহশিক্ষা, ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করতে সাইন্স ক্লাব, ডিবেট ক্লাব, ল্যাংগুয়েজ ক্লাব, ইনফরমেশন ক্লাব, কালচারাল ক্লাবসহ বিভিন্ন ক্লাব যা দক্ষ ও অভিজ্ঞ শিক্ষকদের তত্ত্বাবধানে সক্রিয় রয়েছে। আমাদের লক্ষ্য মুখস্থনির্ভর সনদসর্বস্ব প্রথাগত গতানুগতিক শিক্ষাব্যবস্থার বাইরে গিয়ে প্রকৃত শিক্ষায় শিক্ষিত নৈতিক ও মানবিক বোধসম্পন্ন আলোকিত মানবসম্পদ তৈরি, যাঁরা হবে আগামীর সমৃদ্ধ বাংলাদেশের কান্ডারী।