সিভিল এভিয়েশন স্কুল এন্ড কলেজ,কুর্মিটোলা

সিভিল এভিয়েশন স্কুল এন্ড কলেজ,কুর্মিটোলা

Our Achievements

*জাতীয় শিক্ষা সপ্তাহ -২০২৪* এ সিভিল এভিয়েশন স্কুল এন্ড কলেজ,কুর্মিটোলার শিক্ষার্থী অর্পিতা দাস মোনা লোকসঙ্গীত-ভাওয়াইয়া খ- গ্রুপে (৯ম- ১০ম শ্রেণি) ঢাকা মহানগর পর্যায়ে প্রথম স্থান অধিকার করেছে।

জেলা প্রশাসন, ঢাকা কর্তৃক নটরডেম কলেজে আয়োজিত *৪৫ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান অলিম্পিয়াড ২০২৪ (ঢাকা জেলা)* এর সাইন্স অলিম্পিয়াড (জুনিয়র)- এ সিভিল এভিয়েশন স্কুল এন্ড কলেজ, কুর্মিটোলার শিক্ষার্থী শাকিবা আক্তার ৪র্থ স্থান অধিকার করেছে।

সম্মানিত অধ্যক্ষ মহোদয়ের উৎসাহে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর কর্তৃক আয়োজিত ‘Pink Moon পর্যবেক্ষণ, বিজ্ঞান বিষয়ক বক্তৃতা ও কুইজ প্রতিযোগিতা’য় সিভিল এভিয়েশন স্কুল এন্ড কলেজ, কুর্মিটোলার শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। জাদুঘরের বিভিন্ন গ্যালারি পরিদর্শন, ফোর ডি মুভি উপভোগ এবং বিনোদনের পাশাপাশি বক্তৃতা প্রতিযোগিতায় ৭ম শ্রেণির শিক্ষার্থী নাবিল শাফায়েত প্রথম এবং কুইজ প্রতিযোগিতায় ৭ম শ্রেণির শিক্ষার্থী মুহাম্মদ বিন মেজবাহ দ্বিতীয় ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ফাহমিদা মাহমুদ তৃতীয় অবস্থান অধিকার করেছে।

 

 

এসএসসি পরীক্ষা-২০২৪ এ সিভিল এভিয়েশন স্কুল এন্ড কলেজ, কুর্মিটোলা শতভাগ পাশের গৌরব অর্জন করেছে।এই উল্লাসে আজ (১৩/০৫/২৪) কৃতি শিক্ষার্থীদের উপস্থিতিতে কেক কাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।সব শেষে উল্লসিত শিক্ষার্থীদের আনন্দকে বেগবান করে ‘আনন্দ র‍্যালি’ বের করা হয়। উৎসবমুখর ও স্মৃতিগন্ধে ভরপুর এ আয়োজনের কিছু ক্যামেরা বন্দি মুহূর্ত..

.

 

 

 

 

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সরকারি কলেজের হিগস বোসন সায়েন্স ক্লাব কর্তৃক আয়োজিত ২-৩ মার্চ ২ দিনব্যাপী “5th Higgs Boson National Science Festival-2024” এর “প্রোজেক্ট প্রদর্শনী” তে ৩য় স্থান অধিকার করেছে সিভিল এভিয়েশন স্কুল এন্ড কলেজের একাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মিনহাজুর রহমান। বিজয়ী শিক্ষার্থীকে সিভিল এভিয়েশন স্কুল এন্ড কলেজের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।

 

Solverwp- WordPress Theme and Plugin