ফটোগ্রাফি একটি নান্দনিক ভাষা, যার মাধ্যমে কোনো ব্যক্তি, বস্তু বা সময়কে ফ্রেমে স্থির চিত্রে আবদ্ধ করে রাখা যায়। এছাড়াও বিভিন্ন সম্প্রদায়ের সংস্কৃতি, সাহিত্য, শিল্প, দর্শন, কৃষ্টি ইত্যাদি সংরক্ষণ করতেও এই শিল্পের চর্চা রয়েছে। বর্তমান সময়ে বিভিন্ন একাডেমিক বিষয়েও ফটোগ্রাফির যথেষ্ঠ গুরুত্ব রয়েছে।